ইতালির সার্ডিনিয়া দ্বীপে স্থায়ী বসবাসের জন্য আপনি পাবেন ১৫০০০ ডলার কিন্তু কেন | Asif National

ইতালির সার্ডিনিয়া দ্বীপে স্থায়ী বসবাসের জন্য আপনি পাবেন ১৫০০০ ডলার | Asif National


 আপনি কি ইতালিতে একটি সুন্দর দ্বিপে মনোরম জীবন যাপনের স্বপ্ন দেখেন? তবে কেমন হবে যদি আপনার এই স্বপ্ন সত্যি হয়ে যায় এবং এই স্বপ্ন পূরণের জন্য আপনি অতিরিক্ত ভাবে পাবেন প্রায় ১৫ হাজার ইউরো বা ১৪৫৩০+ ডলার? কি ভাবতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি কিন্তু কিভাবে?

You get $15,000 for permanent residency in the Italian island of Sardinia, but why?

ইতালির সার্ডিনিয়া এর সরকার ঘোষণা দিয়েছে যে তারা প্রতি জনকে প্রায় ১৫ হাজার ইউরো প্রদান করবে শুধুমাত্র তাদের মেডিটেরিয়ান আইল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করার জন্য। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সার্ডিনিয়া প্রায় ৪৫ মিলিয়ন ইউরো খরচ করছে যাতে তারা আরো ৩০০০ নতুন অভিবাসীকে ১৫ হাজার ডলার এর বিনিময়ে তাদের দ্বীপে বসবাসের জন্য আগ্রহী করে তুলতে পারে।

এর কারণ হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে সার্ডিনিয়া এর প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান সেলিনাচ জানান, "আমরা এখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করছি যাতে তরুণ প্রজন্মের সবাই এখানে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেয় এবং আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক এবং সার্বিক উন্নতিতে কাজ করে"

তবে এই ১৫ হাজার ইউরো পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে অথবা তারা কেন দিচ্ছে ১৫০০০ ইউরো এর পিছনে রহস্যটা আসলে কি?


তবে এ ১৫ হাজার ইউরো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে সেগুলো হল,

১. সার্ডিনয়ান শহরে আপনাকে ৩০০০ নতুন অভিবাসী পূরণ হওয়ার আগেই আবেদন করতে হবে
২. আপনি যে ১৫ হাজার ইউরো পাবেন সেটা আপনার নিজস্ব একটি বাড়ি তৈরির পিছনেই খরচ করতে হবে অর্থাৎ আপনি সে ১৫ হাজার ইউরো অন্য কোথাও খরচ করতে পারবেন না। সেই ইউরো দিয়ে আপনি সাইডেনিয়ার দ্বীপেই আপনার বাড়ি তৈরি করতে পারবেন সেজন্য আপনাকে মূলত ইউরো দেয়া হবে।
সার্ডিনিয়া | Asif National


কিন্তু শর্ত হচ্ছে,
১. আপনাকে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে অর্থাৎ আপনি সেখানে খেয়াল খুশি মতো বা পার্টটাইম হিসেবে যদি থাকতে চান সেটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে সেখানে ফুল টাইম বসবাস করতে হবে।
২. সাইডেনিয়াকে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী ঠিকানা হিসেবে ১৮ মাসের মধ্যেই নিশ্চিত করতে হবে।

মূলত সার্ডিনিয়াকে তার কমতি জনসংখ্যা থেকে বাড়তি জনসংখ্যা এবং তাদের অর্থনৈতিক উন্নতির জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে তরুন প্রজন্ম এই উদ্যোগে আগ্রহী হয় সেজন্যই সরকার মূলত তাদেরকে ১৫ হাজার ডলার করে সহায়তা প্রদান করছে যে ইউরো শুধুমাত্র তারা সেখানে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে।
সার্ডিনিয়া | Asif National


সার্ডিনিয়া হলো মেরিটেরিয়ান এর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ যা প্রায় ৯৩০১ স্কয়ার মাইল বা ২৪০৮৯.৪৮ বর্গ কিঃমিঃ এবং ১.৫ মিলিয়ন এর বেশি জনসংখ্যা নিয়ে অবস্থিত। গরম এবং হালকা শীত মৌসুমে পাহাড় ঘেরা এই সাবট্রপিক্যাল অঞ্চল ভ্রমণের জন্য এক আদর্শ জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানকার প্রধান পেশা হচ্ছে মূলত কৃষি কাজ তবে কৃষিকাজ বাদ দিয়েও এই দ্বীপে অন্যান্য অর্থনৈতিক আরো কিছু কাজ হয়ে থাকে যেমন মাইনিং, ট্যুরিজম ইত্যাদি।

তবে একমাত্র সার্টিনা একমাত্র দ্বীপ না যা অভিবাসনের জন্য টাকা খরচ করতে প্রস্তুত?
সার্ডিনিয়া বাদ দিয়েও ক্যালাব্রিয়া রিজিয়ন নতুন অভিবাসীদেরকে ৩৩ হাজার ডলার দেয়ার ঘোষণা করেছে অন্যদিকে সান্তো স্টেফানো ডি সেসানিও যারা 52 হাজার ডলার পর্যন্ত দেয়ার ঘোষণা করছে সেখানে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার জন্য।


0 Comments

Personal Website and Blog of Asif Khan

Asif National, Asif Khan's personal interest website and blog about his personal interest, Myth and ancient history. Mythology brings alive the world of gods,goddesses, demons, spirits and other supernatural beings.  Mythology and religion are intertwined.